এখন একটি মাত্র অ্যাপ্লিকেশন দ্বারা ম্যানেজ করা যাবে আপনার প্রতিষ্ঠানের টিম কোলাবরেশন, বিজনেস কমিউনিকেশন ও প্রোডাক্টিভিটি

G-Suite এর ফিচারগুলো

বিজনেস ডোমেইন

সাধারন গুগল একাউন্টটিকে G-suite এ কনভার্ট করা হলে আপনার আগের যে জিমেইল এড্রেস ছিল, যেমনঃ “xyz@gmail.com” এখানে gmail.com ডোমেইনের পরিবর্তে আপনার পছন্দমত ডোমেন যেমন: xyz@abc.com ডোমেইন ব্যবহার করতে পারবেন।

Real-Time ভিডিও কনফারেন্সিং সুবিধা
Google Meet

Google Meet এন্টারপ্রাইজ গ্রেডের ভিডিও কনফারেন্সিং অ্যাপ।একটি টিমের ২৫০ জন ব্যক্তিকে একসাথে রিমোট লোকেশন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হবার সুবিধা দেয়।

গ্রুপ চ্যাট সুবিধা
Google ChaT

ওয়ান টু ওয়ান অথবা গ্রুপ চ্যাট, বিজনেসের প্রয়োজনে টিমের যে কোনও মেম্বারের সাথে চ্যাট করার সুবিধা রয়েছে।Google Chat দ্বারা সুরক্ষিতভাবে ফাইল শেয়ার ও যোগাযোগ রক্ষার মাধ্যমে টিম ওয়ার্ককে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া সম্ভব।

শেয়ারেবল অনলাইন ক্যালেন্ডার সুবিধা
Google Calendar

টিমের সকল মেম্বারদের ওয়ার্ক শিডিউল দেখতে ও তাদের কাজ এসাইন করে দিতে রয়েছে অনলাইন ক্যালেন্ডার। এটি আপনার টিম মেম্বারদের সাথে শেয়ার করার মাধ্যমে প্রতেকের কাজ নির্ধারণ ও তাদের কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে পারবেন।

ক্লাউড স্টোরেজ সুবিধা
Google Drive

GOOGLE DRIVE এর ক্লাউড স্টোরেজ ব্যবহার করে যেকোনো স্থান থেকে ডেক্সটপ, ল্যাপটপ, মোবাইল বা ট্যাব যে কোন ডিভাইস ব্যবহার করে ফাইল স্টোর, আক্সেস ও শেয়ার করা যায়। ডেটার নিরাপত্তায় GOOGLE হাই লেভেল ডেটা সিকিউরিটি দেয়। ফলে ডেটা হারানো বা চুরি হবার ভয় একেবারেই থাকে না।

ডকুমেন্টেশন অ্যাপ্লিকেশন
Docs, Sheets, Slides, Forms

ওয়ার্ড প্রেসেসিং এর জন্য Docs, ডেটা বিশ্লেষণের জন্য Excel Spreadsheets, বিজনেস প্রেজেন্টেশনের জন্য Slides ও সার্ভে রিলেটেড কাজের জন্য আছে Forms । Google এর এই প্রোডাক্টিভিটি অ্যাপ্লিকেশনগুলো টিমের সবার সাথে শেয়ার করা যায় ও রিয়েল টাইম এডিট করার সুবিধা প্রদান করে।

দরকারি নোট ও টু-ডু লিস্ট
Keep

KEEP ব্যবহার করে কাজের টু-ডু লিস্ট, প্রয়োজনীয় নোট, ফটো, অডিও এবং ড্রয়িং সেভ রাখতে পারবেন । এছাড়া চাইলে আপনার সহকর্মীদের সাথে সেটি শেয়ার করতে পারবেন। এটি সকল ডিভাইসে রিয়েল টাইম সিংক করে ও দরকারি নোটের জন্য রিমাইন্ডার সেট করে রাখা যায়।

নির্ভরযোগ্য ও শক্তিশালী ডেটা প্রোটেকশন
Security and management

ডেটা সিকিউরিটিকে Google অগ্রাধিকার দেয় এবং তাদের ডেটা সিকিউরিটি বিশ্বের শীর্ষস্থানীয় যার উপর আপনি নির্ভর করতে পারেন। Google ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিসের উপর ভিত্তি করে কঠোর গোপনীয়তা এবং সুরক্ষা মান নিশ্চিত সাপেক্ষে Gsuite কে ডিজাইন করেছে।পাশাপাশি ডেটা সিকিউরিটি নিয়ে যেকোনো সমস্যার জন্য অভিযোগ ও সাহায্য পাবার ব্যবস্থা রয়েছে।

G Suite সম্পর্কিত জিজ্ঞাসা ও উত্তর

জিজ্ঞাসাঃ G-suite ব্যবহার করতে কি ডোমেইন প্রয়োজন?

G-suite ব্যবহার করতে ডোমেইন প্রয়োজন। আপনার পূর্বে যদি ডোমেইন কেনা থাকে সেটি যুক্ত করুন অথবা G-suite থেকে মূল্য পরিশোধ সাপেক্ষে পছন্দের ডোমেইন বেছে নিতে পারবেন

জিজ্ঞাসাঃ কেনার আগে G-suite এর ফ্রি ট্রায়াল পাবো কি?

১৪ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা রয়েছে। ফ্রি ট্রায়াল পেতে আপনার ইমেল ও ফোন নম্বর দিয়ে আমাদের সাইন আপ ফরমটি ফিল আপ করে সাবমিট করুন।

G-suite সাথে আমি কি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবো?

G-suite সাপোর্টেড থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবেন।

G-suite কিভাবে কিনবো ?

Let's Have A Chat

Join the 6,000,000 businesses who have experienced positive growth through
Google Workspace.
------------
Get it at the best price in Bangladesh.